Header Image

ত্রিশালে কাজির সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আরিফ রববানী::

ব্যাপক ঝাক-জমক ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাজিরশিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
প্রধান শিক্ষক আবু মনসুর মোয়াফফিক ও সহকারী প্রধান শিক্ষক কেফায়েতউল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় ও অভিভাবক সদস্য মোঃ আব্দুল আলিম,ফজলুল হক,আনোয়ার হোসেন এবং নুরুল মমিন রতনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রতিযোগীতার উদ্ভোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জিপিএ-৫ পাওয়া নয়, কৃতিত্ব পুর্ন ফলাফলের সাথে শিক্ষার্থীকে একজন সু-নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষার্জন নয়, মানসিক বিকাশ সাধনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চাও জরুরী। ২রা জানুয়ারী রবিবার সকালে স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম ভূইয়া। অতিথি বৃন্দের আগমনে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মনসুর মোয়াফফিক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ধানীখলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ,বৈলর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলতাফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা,একেএম আবুল হাসিম, ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহিম মন্ডল,আব্দুস সালাম খোকন ফরাজী,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু আহসান শহীদ,ওয়াহিদুজ্জামান খোকন,কাজী কামরুজ্জামান নয়ন, কাজী আব্দুল কদ্দুস, মঞ্জুরুল হক মিলনসহ বিভিন্ন এলাকা থেকে আগত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!