Header Image

ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার,বোর্ডের চেয়ারম্যান ও ডিসি।।

 

আরিফ রববানীঃ

সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মত শুরু হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা।

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর এ বছর নতুন এ শিক্ষাবোর্ডে ১ লক্ষ ২৬ হাজার শিক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এরমধ্যে ময়মনসিংহ জেলায় পরীক্ষার্থী ৫৬ হাজার ৪৫ জন, জামালপুর জেলায় ৩১ হাজার ৪১৩ জন, শেরপুর জেলায় ১৬ হাজার ২৩ জন এবং নেত্রকোনা জেলায় ২২ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। চার জেলায় মোট কেন্দ্র রয়েছে ১৩১টি।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। এরপর থেকেই শুরু হয় ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার কাজ। দেশের নবম সাধারণ শিক্ষা বোর্ড হিসেবে ও সব কটি মিলিয়ে ১১তম শিক্ষা বোর্ড হিসেবে ২০১৭ সালের ১২ জানুয়ারি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড করার বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩রা ফেব্রুয়ারী রবিবার পরীক্ষার প্রথম দিন সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী কামাল হাসানসহ জেলা প্রশাসক মিজানুর রহমান এবং বোর্ড কর্মকর্তাদের সাথে নিয়ে ময়মনসিংহ জিলা স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। অপরদিকে এসএসসি ও সমমানের পরীক্ষাকে সব কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। সেইসঙ্গে সকল পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!