আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশ বিশেষ অবিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। এ সময় তাদের নিকট থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
৩রা জানুয়ারী সোমবার মধ্যরাতে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মল্লিকপুর থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ডাকাত ফারুক, ফজলুল হক ও আবু সাইদ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, সোমবার মধ্যরাতে খবর পাওয়া যায়- একদল ডাকাত ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের মল্লিকপুর এলাকায় বড় ধরণের অপরাধ ও ডাকাতির লক্ষ্যে অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে ডাকাত দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে কতক ডাকাত পালিয়ে গেলেও ফারুক, ফজলুল হক ও আবু সাইদকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতদের ব্যাপক পুলিশী জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ডাকাতদের নাম ঠিকানা এবং অণ্যান্য তথ্য সংগ্রহ করার লক্ষে ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। ঈশ্বরগঞ্জে যোগদানেনের পর থেকে ওসির মেধাবী ও চৌকস অভিযানে ডাকাতসহ বিভিন্নধরনের শীর্ষ অপরাধীরা একের পর এক গ্রেফতার হওয়ায় ওসি মোখলেছুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন উপজেলাবাসী।