Header Image

গৌরীপুরে বিদেশী রিভলবারসহ যুবক গ্রেফতার

মো: হুমায়ুন কবির, গৌরীপুর থেকেঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দেরসাটিয়া এলাকায় মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলিসহ মোঃ আলমগীর ওরফে ইন্দুর (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ময়মনসিংহ কোতয়ালির শম্ভুগঞ্জ সবজিপাড়ার নুরু মিয়ার পুত্র।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি এ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কোমড়ে গামছার প্যাঁচানো অবস্থায় বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটি সচল, তাজা দুই রাউন্ড গুলি ভর্তি ছিলো। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আলমগীর ওরফে ইন্দুরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় মাদকসহ ৩টি মামলার আসামী।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!