
বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পেশাশ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে। জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সকল মানুষ সমান অধিকার থাকবে।ধনী-গরীব,শহর ও গ্রামের মানুষ সমান অধিকার ভোগ করবে। শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ধনী-গরীব সকল মানুষ সমান অধিকার ভোগ করছে এবং আপনারা সবাই সমান অধিকার নিয়েই বসবাস করবেন।তিনি ৪ঠা ফেব্রুয়ারী বিকাল২টায় ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামাঞ্চল সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জে বিদ্যাগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন পরিষদ আয়োজিত ইন্টারসিটি ট্রেন যাত্রাবিরতির শুভ উদ্ধোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে জনগণের দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি।তিনি বলেন- শেখ হাসিনা উন্নয়নের নেত্রী, উন্নয়নের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল প্রকার সরকারী সেবা জনকল্যাণে – জনগণের দোরগোড়ায় পৌছে যায়, বিদ্যাগঞ্জবাসীর জন্য ইন্টারসিটি ট্রেনের যাতায়াত সেবা শেখ হাসিনার উপহার। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয়
কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি,অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি (পুলিশ সুপার পদান্নোতিপ্রাপ্ত) হুমায়ন
কবির,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ম সম্পাদক আব্দুল কদ্দুস, বীরমুক্তিযোদ্ধা ডাঃ আনছার আলী,কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম হাসানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ।