ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে সদর উপজেলার চুরখাই বাজার এলাকায় বন্ধুর প্রেমিকার ছবি দিয়ে ফেইসবুক পোষ্ট দেওয়ার ঘঠনায় ছুরিকাঘাতে কাউসার (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত কাউসারের বাড়ি সদরের উইনার পাড় এলাকায়। তার পিতার নাম মুক্তার হোসেন। মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমেদ ও পুলিশ পরিদর্শক (কমিনিটি পুলিশিং এন্ড ইনেটলিজেন্ট) উজ্জল কান্তি সরকার জানান, ফেইসবুকে ছবিসহ একটি পোষ্ট দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে কতক যুবক কাউসারকে খোজতে থাকে। মঙ্গলবার দুপুরে চুরখাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পিছনের কাচা রাস্তায় বিক্ষুব্দ ঐ যুবকরা কাউসারকে পেয়ে এলোপাথারী ছুরিকাঘাত করে মুমুর্ষ অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। নিহত কাউসার এইচ এস হৃদয় নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এখন পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি। তবে ঘাতকচক্রকে গ্রেফতারের জোর চেষ্ঠা চলছে।