Header Image

ময়মনসিংহে বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার এক বিশাল প্রতিনিধি সভা বুধবার বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি সভার উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তুর্য। প্রতিনিধি সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দের প্রতি দলকে সুসংগঠিত করে আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন- ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, শওকত জাহান মুকুল,কাজী আজাদ জাহান শামীম,সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তমাল আহমেদ খান প্রমুখ।

সভা পরিচালনা করেন-জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খানের সঞ্চালনায় ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম খান সোহেল ও মহানগর শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

উদ্ভোধনী বক্তব্যে এড, মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি দলকে শক্তিশালী করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামিলীগের জেলা-উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!