আরিফ রববানীঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় 'শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)' শীর্ষক প্রকল্পের আওতায় ০৫ ও ০৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ দুই দিনব্যাপী শিশু মেলা/২০২০ এর উদ্ভোধন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, ময়মনসিংহের যৌথ আয়োজনে উক্ত শিশু মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা সিনিয়র তথ্য অফিসার আল ফয়সালের সভাপতিত্বে স্থানীয় দত্তপাড়া জোবেদা আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনার কলি নাজনীন। এই উপলক্ষে একটি বিশাল র্যালীর আয়োজন করা হলে র্য্যালীটি ঈশ্বরগঞ্জ পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে অতিথি গন শিশু মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।