Header Image

লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যায়িত করে “দৈনিক সাঙ্গুতে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়া প্রেসক্লাব

 

গত (০৪) ফেব্রুয়ারি”২০২০ইং দৈনিক সাঙ্গু পত্রিকায় চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজী শিরোনামে দৃষ্টিগোচর হয়েছে লোহাগাড়া কর্মরত অন্য সাংবাদিকদের এবং লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ রকসী সিকদার ও জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সভাপতি মাহমুদুল হক চৌধুরী।

তারা বলেন স্থানীয় দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিক নামধারী জাহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকরা চাঁদাবাজী করছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা স্থানীয় সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে সাংবাদিক নামধারী চাঁদাবাজ জাহিদুল ইসলাম নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের দোষ ঢাকার জন্য কোনরকম তথ্য-উপাত্ত প্রমাণ ছাড়া বিভিন্ন
মিথ্যে অভিযোগ করে অন্য কর্মরত সাংবাদিকদের কে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশিত করে। যাহা লোহাগাড়ায় কর্মরত অন্য সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া সাংবাদিকদেরকে এই ধরনের কটুক্তি করে সম্মানহানি করা হয়েছে চাঁদাবাজ বলে লোহাগাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা মনে করেছেন।

লোহাগাড়া প্রেসক্লাবের গত ৪ তারিখ সন্ধ্যায় সিদ্ধান্ত হয় তার বক্তব্য প্রত্যাহার করতে অনুরোধ জানান এবং প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়া প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখা।সাংবাদিকদের দাবি তিনি নিজেকে পরিচিতি লাভ করার জন্য এভাবে অনেক সময় বিভ্রান্তমূলক প্রতিবেদন করে পত্রিকায় প্রকাশিত করে। লোহাগাড়ায় জনসাধারণের জানামতে তিনি নিউজ করার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে হাইওয়ে রোডে টোকেন বাণিজ্য ও সিএনজি গাড়ির মাসিক চাঁদাভিত্তিক টোকেন বাণিজ্য করে যাচ্ছে।

এদিকে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা প্রকাশিত সংবাদের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!