
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে । এ ঘটনায় পরীক্ষার্থীর নিকটাত্মীয় অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বখাটেরা তাদের মারধর করাসহ মোবাইল ফোন কেড়ে নিলে ঘটনার প্রতিবা উপজেলার বালিপাড়ায় রাস্তায় টায়ারে অগ্নিডংযোগ করার মাধ্যমে বিক্ষোব জানিয়েছে স্থানীয়রা। তারা অভিলম্বে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তকারীদের শাস্তি ও পরীক্ষার্থীদের নিরাপত্তার দাবী জানায়।
স্থানীয় সূত্র জানায়, বালিপাড়া এলাকার এসএসসি পরীক্ষার্থীরা ত্রিশাল পৌর সদরের কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে স্থানীয় কিছু বখাটে পরীক্ষার্থী ছাত্রীদেরকে কেন্দ্রে যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করত। ওই শিক্ষার্থীরা ত্রিশাল পৌরসভার পরীক্ষাকেন্দ্রে বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বখাটেরা তাকে জোরপূর্বক তুলে নেয়ারও হুমকি দেয়। পরীক্ষা শুরু হলে এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়া-আসার সময় প্রায় বখাটেরা মেয়েটির গতিরোধ করে। এ সময় সে ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।পরে এ ঘটনায় মেয়েটির নিকটাত্মীয়র দৃষ্ট গোচর হলে সে এর প্রতিবাদ জানালে বখাটেরা তার মোবাইল ফোন কেড়ে নেওয়া সহ তাকে মারপিট করলে এ ঘটনায় বালিপাড়া এলাকাবাসী রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে এর বিচার দাবী করা সহ পরীক্ষার্থীদের নিরাপত্তা দাবী করে।