ষ্টাফ রিপোর্টারঃ
মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কোন গডফাদার চলবে না। যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদের অাইনের অাওতায় অানা হবে। গভীর রাতে বিকট শব্দে অাতসবাজী ফোঁটানোর অামি কোন অনুমতি দেই না। সাধারন মানুষের সচেতনতার অভাব রয়েছে, তা না হলে গভীর রাতে বিকট শব্দে কেউ অাতসবাজী ফোঁটাতোনা। জেলা ট্রাফিক শহরে যান চলাচলে শৃঙ্খলা অানার জন্য চেষ্টা করে যাচ্ছে। মূল কথা হলো শহরে রাস্তার চেয়ে যানবাহন বেশি। জেলা পুলিশ সবক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা চালাচ্ছে। তবে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। ৮ই ফেব্রোয়ারী সকালে জেলা পুলিশের মিডিয়া সেন্টাের জেলা পুলিশ আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে পুলিশ সুপার মোহাঃ অাহমার উজ্জামান পিপিএম (সেবা) একথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদন্নোতি প্রাপ্ত হুমায়ুন কবীর,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, মোঃঅাল অামীন,ওসি কোতোয়ালী মাহমুদুল ইসলাম, ওসি ডিবি শাহ্ কামাল অাকন্দ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর অাগে পুলিশ সুপার সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তথ্য উদঘাটনে পুলিশের সাফল্য তুলে ধরেন। তারমধ্যে মুক্তাগাছায় নাবালিকা অামেনা গনধর্ষন মামলার চার অাসামী গ্রেফতার ওতার মধ্যে তিন অাসামীর অাদালতে স্বীকারোক্তি অাদায়, ১৬ জানুয়ারী কোতোয়ালি থানার ঘুন্টি এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী ওমেয়ে হত্যায় জড়িত শফিকুল ইসলামকে গ্রেফতার ও অাদালতে স্বীকারোক্তি অাদায়, ৪ফেব্রুয়ারী চুরখাই এলাকায় স্কুল ছাত্র হত্যা ঘটনায় জড়িত ২জন গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার, চোরাই মটর সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করে অাদালতে স্বীকারোক্তি অাদায় সহ গত জানুয়ারী মাসে ৪৯২ গ্রাম হেরোইন, ৭২০২ ইয়াবা,সাড়ে ২১কেজি গাজা,২০৩ লিটার দেশী মদ,১০৪ পিস ইনজেকশন, ২৫ বোতল ফেন্সিডিল,৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার মূল্য সাত কোটি ত্রিশলাখ চার হাজার ছয়শত পচাত্তর টাকা। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন অাতাউল করিম খোকন, রবীন্দ্র নাথ পাল, এ এইচ এম মোতালেব, নিয়ামুল কবীর সজল,সালাউদ্দিন বেলাল,ডিবিসি রুবেল,অাঃ হাফিজ, অাশিক চৌধুরী প্রমুখ।