Header Image

ময়মনসিংহে মাদক, সন্ত্রাস,ইভটিজিং,সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগে জনতার প্রশংসায় ভাসছেন ইউএনও ।

 

আরিফ রববানীঃ

মুজিব বর্ষে অপরাধ নির্মুলের মাধ্যমে আধুনিক ও ডিজিটাল দেশের অংশ হিসাবে সদর উপজেলা গড়ার লক্ষ নিয়ে ময়মনসিংহে মাদক, সন্ত্রাসবাদ. ইভটিজিং, সাইবারক্রাইম ও পর্ণোগ্রাফিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান। তিনি অপরাধ নির্মুলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহনের অবসর সময়ে কোন অপরাধ মোলক কর্মকান্ডে জড়াতে না পারে সে লক্ষে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আরো খেলাধূলামূখী করার লক্ষ্যে ক্রিকেট,ফুটবল,বলিবল,ব্যাডমিন্টন সহ খেলাধুলা সামগ্রী উপহার দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ৮ই ফেব্রোয়ারী তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী করে তুলতে বিশ্ববিদ্যালয়কে ক্রিকেট,ব্যডমিন্টনসহ বিভিন্ন প্রকারের খেলাধূলার সামগ্রী প্রদান করেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিমান বাংলাদেশ এর চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের উপস্থিতিতে সেই আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এই খেলাধূলা সামগ্রীর ব্যবস্থা করেন। খেলাধূলার সামগ্রী গ্রহন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ।

এসময় প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানসহ উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন খানও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অপরাধ নির্মুলে শিক্ষার্থীদের জন্য খেলাধূলা সামগ্রী প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের এই মহতী উদ্যোগে তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান বলেন-মাদক, সন্ত্রাসবাদ. ইভটিজিং, সাইবারক্রাইম ও পর্ণোগ্রাফির বিরুদ্ধে শিক্ষার্থীদের আরো খেলাধূলামূখী করার লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিভিন্ন প্রকারের খেলাধূলা সামগ্রী প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন খেলাধূলা সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের অপরাধ বিরোধী এবং অপরাদ নির্মুলের এই উদ্যোগ সদরবাসীর মাঝে তিনি ব্যাপক আলোচনার স্থান করে নিয়েছেন। অপরাধ বিরোধী এই উদ্যোগ গ্রহণ করায় উপজেলার সর্বস্তরের জনগণ তাকে অভিনন্দন জানানোসহ ইউএনও”র” প্রতি সন্তুষ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।আলোচনা চলছে বিভিন্ন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের মত এমন উদ্যোগ গ্রহন করলে দেশের অপরাধ প্রবণতা নির্মুলের মাধ্যমে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়ে দেশ অপরাধমুক্ত ও আধুনিক দেশে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!