Header Image

রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।। ত্রিশালে এমপি মাদানী।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সভাপতি ত্রিশালের উন্নয়নের রুপকার আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এম,পি বলেছেন- বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এর পথচিত্র অনুসরণ করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলেছে।

তিনি শনিবার উপজেলার মঠবাড়ী ইউনিয়নের এই রাস্তার কাজের উদ্ভোধনী আনুষ্ঠানিকতা উপলক্ষে বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বেলা হেলথ্ ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!