Header Image

ক‌বি নজরুল বিশ্ব‌বিদ্যাল‌য়ে মাদ‌ক বি‌রোধী সমাবেশ

মোঃ মাসুদ মিয়া, ত্রিশাল প্রতিনিধি :

ময়মনসিংহ ত্রিশালের জা‌তীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ্যাল‌য়ে মাদ‌ক বি‌রোধী সচেতনতা মূলক সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।
সোমবার (১০ ফেব্রæয়ারি) বেলা ১১ টার সময় গা‌হি সা‌ম্যের গান ম‌ঞ্চে মাদক বি‌রোধী সমা‌বে‌শে
প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ময়মন‌সিংহ রে‌ঞ্জের ডিআই‌জি ব্যা‌রিস্টার মো. হারুন অর র‌শিদ
বি‌পিএম ও সভাপ‌তিত্ব ক‌রেন জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপচার্য ড. এ এইচ এম
মোস্তা‌ফিজুর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম
বিশ্ব‌বিদ্যাল‌য়ের ট্রেজারার প্র‌ফেসর মো. জালাল উ‌দ্দিন, ময়মন‌সিংহ রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআইজি ড. মো.
আক্কাছ উ‌দ্দিন ভূঁঞা, ময়মন‌সিয়‌হের পু‌লিশ সুপার মোহা. আহমার উজ্জামান পি‌পিএম-সেবা,
ময়মন‌সিংহ রেঞ্জ ডিআই‌জির কার্যাল‌য়ের পু‌লিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, ময়মন‌সিংহ ত্রিশাল
সা‌র্কে‌লের সহকারী পু‌লিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য, ত্রিশাল থানার অ‌ফিসার ইনচার্জ মোহা.
আ‌জিজুর রহমান প্রমূখ।
সমা‌বে‌শে স্বাগত বক্তব্য রা‌খেন জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর ড. উজ্জল কুমার
প্রধান ও ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত রে‌জিস্ট্রার
কৃ‌ষি‌বিদ ড. মো. হুম‌ায়ুন কবীর। অনুষ্ঠা‌নে মাদক বি‌রোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!