Header Image

ময়মনসিংহের গলগন্ডায় অপরাধ দমনপ সিসি ক্যামেরার উদ্ভোধন।

 

আরিফ রববানীঃ

আইন শৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্বা নিশ্চিত করতে বিভাগীয় নগরী ময়মনসিংহের গলগন্ডায় সিসি ক্যামের স্থাপন করা হয়েছে। এই উপলক্ষে ৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং এন্ড টাউন ডিফেন্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিসি ক্যামেরা উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিসি ক্যামেরা উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ,জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও মহানগর কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খোকন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গলগন্ডা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনে দ্রুত অপরাধী সনাক্তকরনের লক্ষ্যে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন কাজ উদ্বোধন করায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। প্রধান অতিথি পুলিশ সুপার মো: আহমার উজ্জামান আশা প্রকাশ করে বলেন, এই সিসি ক্যামেরার ভয়ে এবং নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশংকায় অপরাধ অনেকাংশে কমে আসবে। অপরাধীরা অপরাধ করতে আতংকে থাকবে।
ময়মনসিংহ সিটির ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির হোসেন দিলদারের সভাপতিত্বে ও ওয়ার্ড টাউন ডিফেন্স পার্টির সাধারন সম্পাদক একেএম হাসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!