ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার ১০ফেব্রুয়ারী
সকালে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সদরের শিক্ষাবান্ধ সরকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকদের যত্নবান হয়ে শিক্ষকতা করার আহবান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান বলেন- প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের প্রথম স্তর,
শিশু শিক্ষার্থী নিযেই প্রাথমিক শিক্ষা। তাই কোমলমতি শিশুদের প্রতি যত্নবান হলে তারা শিক্ষা গ্রহনের প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাদের প্রতি আদর,সোহাগ,শাসনের মাধ্যমে শিক্ষকতা করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি,জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম খোকন সহ রাজনৈতিক,সামাজিকসহ বিভিন্ন শ্রেনীর গন্যমান্য ব্যক্তি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।