Header Image

ত্রিশালবাসীর সমস্যা সমাধানে দুর্বার গতিতে এগিয়ে চলছেন নবাগত ইউএনও মোস্তাফিজুর রহমান।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান গত ২২শে জানুয়ারি ত্রিশালে তার কর্মস্থলে যোগদানের পর থেকে সাধারণ মানুষের প্রত্যাশা ত্বরাণিত হচ্ছে বলে ভুক্তভোগীরা দাবী তুলেছে। আলোকিত ত্রিশাল উন্নয়নের ত্রিশাল কে আরো উন্নত দালাল মুক্ত দুর্ণীতিমুক্ত উপজেলা প্রসাশন গড়তে তিনি ত্রিশাল বাসীর কোথায় সমস্যা আছে তা খুজে বের করে ব্যবস্থা নিচ্ছেন।

কর্মদক্ষতা কাজপাগল এই ইউএন যোগদানের মাত্র কয়েকদিনের ব্যবধানেই সাধারণ মানুষের মাঝে আশার আলো ছড়াচ্ছেন বলে মন্তব্য চলছে।
যোগদানের দিনেই উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব , আইনশূঙ্খলা কমিটির সাথে মতবিনিময় করেন !

ইতিমধ্যেই তিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানকেন্দ্র এবং ৭ নং হরিরামপুর অরুনিমা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে তার বেহাল অবস্থা দেখে মর্মাহত হন ! গত ২ ফেব্রোয়ারী কাঠাঁল , কানিহারী বালিপারা ভূমি অফিস ও বালুমহাল পরিদর্শন করেন !

তিনি ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের কুৃমারিয়া বিলের পানি চলাচল দীর্ঘ দিন বন্ধ থাকায় মানুষের বিভিন্ন সমস্যায় পরিণত হওয়ায় এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বস্থ করায় গ্রামবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!