আরিফ রববানীঃ
দৈনিক মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও হালুয়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আবুল ফজল (৫৫) সোমবার গভীর রাতে ইন্তিকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হালুয়াঘাট উপজেলার মরহুম মৌলভী আব্দুল আলীর ২য় পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, আবুল ফজল ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ১০ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে অসুস্থ্যতাবোধ করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তিকাল করেন। তার মৃত্যুতে হালুয়াঘাট প্রেসক্লাব,কবি প্রঙ্গণ ও স্থানীয় নেত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পি চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ এম ফারুক, মাটিও মানুষ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুবী,কবি স্বাধীন চৌধুরী, মহানগর প্রেসক্লাবের সভাপতি আরিফ রেওগীর, দৈনিক নতুন বাজার পত্রিকা ময়মনসিংহ প্রতিনিধি ও সাপ্তাহিক আবির পত্রিকার বার্তা সম্পাদক আরিফ রববানী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।