
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর থেকেঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় (১১) জানুয়ারী মঙ্গলবার গৌরীপুর থানা মসজিদে এশা নামায আদায় করে মসজিদের ইমাম ফজলুল হক সাহেবের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হন বিমল চন্দ্র বিশ্বশর্মা (৪০) নামের এক সনাতন ধর্মী। এ সময় উপস্থিত মুসুল্লীরা তার নাম রাখেন মোঃ আব্দুল্লাহ।
উল্লেখ্য বিমল চন্দ্র বিশ্বশর্মা (৪০) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কেড়জানী গ্রামের নরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার পুত্র। পরিবারের দুই ভাই ও এক বোনের মাঝে বিমল সবার বড় ।
বিমল জীবনে দুটি বিয়ে করেন এমন কি দুই সংসারে দুইটি কন্যা সন্তানও রয়েছে তার। বিমল জানায় আট বছর আগে দুই বৌ তাকে ছেড়ে ছলে গেছে সন্তানদের নিয়ে,। তিনি একাই প্রায় ছয় বছর যাবৎ গৌরীপুর শহরে কলাবাগান আব্দুল হেলিমের বাড়িতে ভাড়াটিয়া থেকে বিমল কাঠমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করেন।
বিমল আরও জানান আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছি ইসলাম একটি শান্তির ধর্ম। কলাবাগান যুব কিশোর সংঘের সভাপতি শরিফুল ইসলাম মিন্টু সাধারন সম্পাদক মুশফিকুর রহমান প্রিতম,আব্দুল আহাদ রিগান সহ স্থানীয় মুসুল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিমল চন্দ্র বিশ্বশর্মা (৪০) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কেড়জানী গ্রামের নরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার পুত্র। পরিবারের দুই ভাই ও এক বোনের মাঝে বিমল সবার বড় ।
বিমল জীবনে দুটি বিয়ে করেন এমন কি দুই সংসারে দুইটি কন্যা সন্তানও রয়েছে তার। বিমল জানায় আট বছর আগে দুই বৌ তাকে ছেড়ে ছলে গেছে সন্তানদের নিয়ে,। তিনি একাই প্রায় ছয় বছর যাবৎ গৌরীপুর শহরে কলাবাগান আব্দুল হেলিমের বাড়িতে ভাড়াটিয়া থেকে বিমল কাঠমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করেন।
বিমল আরও জানান আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছি ইসলাম একটি শান্তির ধর্ম। কলাবাগান যুব কিশোর সংঘের সভাপতি শরিফুল ইসলাম মিন্টু সাধারন সম্পাদক মুশফিকুর রহমান প্রিতম,আব্দুল আহাদ রিগান সহ স্থানীয় মুসুল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।