by SF News
আনোয়ার হোসেন তরফদারঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিখা আক্তার (২৭)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু সাঈদের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।জানা যায়
নিহত শিখা পাবনার সাথিয়া উপজেলার দাড়ামুদা গ্রামের ওহাব আলীর ছেলে ওমর ফারুকের স্ত্রী। ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আবু সাঈদের ভাড়া বাসায় ওমর ফারুক ও তার স্ত্রী শিখা আক্তার থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বেগুনের ভর্তা ও রাতের নিয়ে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন সোমবার সকালে ওমর ফারুক এস কিউ স্যালসিয়াস কোম্পানির ডিউটিতে চলে যায়। পরে বিকাল ৫টার পর শিখার সঙ্গে ওমর ফারুকের মুঠোফোনে কথা হয়। এরপর রাত ৯টার দিকে ওমর ফারুক ডিউটি শেষে বাসায় এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের ভেতরে গিয়ে সিলিংয়ের ওপর দিয়ে দেখতে পায় স্ত্রীর মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে
ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিখা আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে।
Post Views:
১৭৬