ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড়ে হকার্স মার্কেট কমিটি নিয়ে বিরোধে আনোয়ার হোসেনসহ (৪৬) তিনজনকে পিটিয়ে আহত করে প্রভাবশালী প্রতিপক্ষরা। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহতরা হলেন, আনোয়ার হোসেন নগরীর লিচু বাগান এলাকার মৃত আঃ সামাদের ছেলে, আনোয়ার হোসেনের বন্ধু নুরুল আমিন (৪৫) ও প্রতিবেশি হুমায়ুন কবির (৫০)।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে মোখলেছুর রহমান (৫০), মোখছেদ আলী (৪৫), আল মাসুদ (৩৬), মোহসিন (২৭), জোবায়েদ (৩০), তৌহিদসহ (২২), অজ্ঞাত নামা ১০/১৫ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
আহত আনোয়ার হোসেন জানায়, গত ১০ ফেব্রুয়ারী (রবিবার) কমিটির বিরোধ নিয়ে আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান সারের সাথে কথা বলে বাসা থেকে বের হয়ে নাটকঘর লেন এলাকার উসমান ফার্ণিচার দোকানের সামনে আসতেই উল্লেখিত আসামীগন দেশিয় অস্ত্রসহ আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আমি গালিগালাজ করতে নিষেধ করলে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। আমার ডাক চিৎকার শুনে বন্ধু নুরুল আমিন ও প্রতিবেশি হুমায়ুন কবির এগিয়ে আসলে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিযে ও পিটিয়ে আহত করে। এ সময় আশপাশের লোকজন আমাদেরকে পেটাচ্ছে দেখে এগিয়ে আসলে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আল মাসুদ বলেন, ঘটনার দিন এলাকাতেই ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং এ বিষয়ে আমি কিছু জানি না।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।