
নড়াইলের কালিয়া উপজেলার মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলার মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন মো: মোস্তাক আলী। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ মো: ফোরকান মোল্লা, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, কালিয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাচিবুর রহমান, মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:তুষার মোল্লা , সহকারী শিক্ষক ওসমান সিকদার, সহকারী শিক্ষক মো: হাবিবুর শেখ, প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ১২ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।