
দিনাজপুর জেলার হাকিমপুর থানায় সাহসীকতা ও বীরতপূর্ণতার সাথে
মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ায় এবং সর্বাধিক মাদক
উদ্ধার করায় দিনাজপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মোবারক
আলী।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ
পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম¥দ আনোয়ার হোসেন
বিপিএম পিপিএম (বার) জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় তার
হাতে পুরস্কার তুলে দেন। এসময় দিনাজপুর জেলার বিভিন্ন থানার অফিসার
ইনর্চাজ গন উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার এসআই মোবারক আলী জানান,পুলিশ সুপার স্যারের হাতে
পুরস্কার পাওয়ায় খুব ভালো লাগছে। এই পুরস্কার আমার কাজের গতিকে আরো
বৃদ্ধি করে দিবে। আমি নিজের শেষ টুকু দিয়ে হলেও হাকিমপুর সার্কেল
স্যার আখিউল ইসলাম ও থানা অফিসার ইনর্চাজ রাজ্জাক আকন্দ স্যারের
সহযোগিতা নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাবো।