Header Image

ত্রিশালের ধানীখলা ভূমি অফিসে জাতীয় পতাকা উড়েনা,বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা।।

 

ষ্টাফ রিপোর্টারঃ

মুজিব বর্ষ নিয়ে সরকার ব্যাপক আয়োজনের মাধ্যমে গুরুত্ব দিয়ে বর্ষটি উদযাপনে বিভিন্ন কর্মসুচী ও দিকনির্দেশনা দিলেও সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীরাই এর অমান্য করছে। কর্মকর্তার মাথার উপর সরকারী অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ছবিও ব্যবহার করা হয় না। এমনই এক অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখলা ইউনিয়নের ইউনিয়ন ভূমি কার্যালেয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মুজিব বর্ষের কর্মসুচী পালন করা তো দূরে থাক – গুরুত্বপুর্ণ এই অফিসটিতে জাতীয় পতাকাই উত্তোলন করা হয় না। এমন এক অভিযোগের ভিত্তিতে ভূমি অফিসটিতে গেলে অভিযোগের বাস্তবতার প্রমাণ পাওয়া যায়। ধানীখলা ইউনিয়ন ভূমি কার্যালয়টিতে একজন ভূমি কর্মকর্তা,২জন অফিস সহকারী অস্থায়ী ভিত্তিতে একজনসহ মোট ৪জন কর্মকর্তা থাকলেও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে গুরুত্ব দেয় না কেহ। অফিস চলাকালে কার্যালয়ে দেখা যায়নি জাতীয় পতাকা। পরে এই ব্যাপারে প্রশ্ন করা হলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মানিক কুমার সরকার বিষয়টি স্বীকার করে বলে গত দুই দিন যাবৎ অফিসে পতাকা উত্তোলন করা হয় না। নিয়মিত হয় না পতাকা উত্তোলন হয় না এ বিষয়টি সঠিক নয় বলে দাবী করেণ তিনি। সরকারী অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি কর্মকর্তার চেয়ারের সাথে মাথার উপর রাখা হয়। তবে এই অফিসের চিত্র ভিন্ন। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি টানানো হয়ে কর্মকর্তার বসার আসনের বামদিকের একটি একটি দেয়ালে যা অবমাননা করার শামিল। তাও আবার অফিসের আসবাব পত্রের আড়ালে-এমন ভাবে রাখা হয়েছে যে,এই অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি আছে এটা যে কারো বুঝার ক্ষমতা নেই। এ ব্যাপারে ভূমি কর্মকর্তা বলেন-চেয়ারের পিছনের দেয়ালে জায়গা না থা থাকায় এভাবে রাখা হয়েছে। রাষ্ট্রের আইন,সরকারের নির্দেশনা অমান্যকারী এই অফিসের ভূমি কর্মকর্তা (নায়েব)এর বিরুদ্ধে নামজারী জমা খারিজেও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ রয়েছে।তবে তিনি অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন-তিনি এই অফিসে যোগদান করেছেন প্রায় সাড়ে তিন মাস। এসময়ের মধ্যে তিনি কারো নিকট থেকে অতিরিক্ত টাকা নেন বলে অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!