ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোঃ এরশাদের আস্থাভাজন এক নেতা ময়মনসিংহের আলহাজ্ব আবু মোঃ মুসা সরকার।যিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন। যার রক্তের প্রতিটি শিড়ায়-শিড়ায় মিশে আছে পল্লীবন্ধুর আদর্শ। শৈশব থেকেই যার অন্তরে মিশে আছে জাতীয় পার্টি। শুধু মুসা সরকারই না তার বাবাও জাতীয় পার্টির একজন ত্যাগী ও নির্যাতিত নেতা ছিলেন। জাতীয় পার্টির কোন কর্মীর গাঁয়ে আঘাত লাগলে যার গাঁয়ে সেই ব্যাথা লাগে পল্লীবন্ধুর আদর্শিক সেই জাপা নেতা আলহাজ্ব আবু মোঃ মুসা সরকার। শুধু দলীয় নেতা-কর্মীই নয় সাধারণ মানুষের দুঃখে যিনি দুঃখ পান,মানুষের কষ্টে যিনি কষ্ট পান,মানুষের হাসিতে যিনি হাসেন তিনিই ময়মনসিংহের মুসা সরকার।
ময়মনসিংহ সদরের সাবেক আকুয়া ইউনিয়নে যার জন্ম। মানুষের প্রতি ভালবাসা আর আন্তরিকতার যার কমতি নেই।একজন জনপ্রিয় রাজনীতিবিদই নয়,একজন জনবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি মুসা সরকার। যে কারণে তাকে আকুয়া ইউনিয়নবাসী তাকে একাধিকবার সাবেক আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। তার বাবাও ছিলেন আকুয়ার একাধিকবার চেয়ারম্যান। তিনি যে পারিবারিক ভাবেই জনপ্রিয় ও জনবান্ধব তাতে কোন সন্দেহ নাই। অথচ এমন একজন জনবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি এবং দলের বংশগত জাতীয় পার্টির রাজনৈতিক নেতাকে দলের কেন্দ্রীয় কমিটিতে মাত্র একটা সদস্য পদে রাখায় ময়মনসিংহের জাতীয় পার্টির রাজনীতিতে হতাশার দেখা দিয়েছে। নেতাকর্মীদের মাঝে সমালোচনা চলছে দলের জন্য শ্রম দিয়েও মুল্যায়ন পাওয়া যায়না। কমিটি ঘোষনার পর থেকে নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক কাজের স্থবিরতা দেখা দিয়েছে। জেলার জাপার তৃর্ণমুল নেতাকর্মীরা চান বংশগত ও নির্যাতিত নেতা মুসা সরকারকে জাপার কেন্দ্রীয় কমিটিতে ভাল ও গুরুত্বপূর্ণ কোন পদে রাখা হউক।
ময়মনসিংহে জাতীয় পার্টি বলতেই মুসা সরকার,এমন দাবী করে মুসা সরকারকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করার দাবীতে ময়মনসিংহের তৃর্ণমুল নেতাকর্মীরা সরব হয়ে উঠেছে। সর্বত্র একই আলোচনা।
আবু মুসার জনপ্রিয়তায় তার নেতৃত্বে ময়মনসিংহের সভা-সেমিনারে সহকর্মী, যুবক, যুবতী, ধর্মীয় নেতা, সাধারন জনতা, শ্রমিক নেতা এবং জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে মানুষের ঢল নামে। একজন রাজনৈতিক নেতা হিসেবে দলের ভাবমূর্তি কে ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে সাধারণ জনগনের কাছে দলের কর্মকান্ড তুলে ধরে কাজ করছেন তিনি।
মুসা সরকার বলেন, জাতীয় পার্টির ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মী ও দুঃখী মানুষকে সঙ্গে নিয়ে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। মানুষকে সেবা করা, মানুষের জন্য বেঁচে থাকা। আমার সবটুকু সামর্থ্য আর আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে আমি নেতাকর্মীসহ সব মানুষের পাশে থাকতে চাই। দেশ ও জাতীয় পার্টির জন্য নিজের সব কিছু উৎসর্গ করতে পারি।
তিনি আরও বলেন, দেওয়ার মতো কিছুই নেই আমার, আছে শুধু রক্ত, কষ্ট, অশ্রু,আর ঘাম। এটাই আমার নীতি, আর যদি প্রশ্ন করেন আমার ল্য কি? আমি পরিচ্ছন্ন রাজনীতি করি, রাজনীতিকে আমি অঙ্গীকার হিসেবে নিয়েছি। আমার একাডেমীক ক্যারিয়ার, এই বিশাল দলের কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। জীবনে মানুষের স্বপ্ন থাকে।আমি ছাত্র রাজনীতি থেকে স্বপ্ন দেখে আসছি। সমাজের অন্যায় অবিচার কুসংস্কার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজকে নতুন দিক নির্দেশনা দেওয়া। সে আলোকে আমি গড়ে উঠেছি। ক্ষমতা তাদেরকেই দূষিত করতে পারে, যারা দূষণ যোগ্য। ক্ষমতা কেবল অন্তরালকে সম্মুখে এনে দেয়। সৎ লোকের হাতে ক্ষমতা আশীর্বাদ স্বরূপ, অনেকটা বৃষ্টি হলে আগাছার ফুলের যেমন বাড়তে থাকে, ক্ষমতা লোভী লোকেরা মানসিকভাবে বিপর্য, ক্ষমতার অপব্যবহার তখনই যখন করে । প্রত্যাশা নোংরা হয়ে যায়। বিশ্বাসঘাতক ও প্রতারক লোকেরাই ক্ষমতার অপব্যবহার করে কাজের মাধ্যমে দুর্নীতি ডেকে আনে । আন্তরিক নেতা শুধু বর্তমান বিষয় নিয়ে ভাবে না, আগামীকাল তথা পরবর্তী সময়ের কথা ভাবেন। এ ধরনের নেতৃত্ব ইতিহাসের গতি পরিবর্তন করে থাকে। আমি সেই দুষিত রাজনীতিবিদদের হাত থেকে দলকে রক্ষা করতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।
ময়মনসিংহের জাপা রাজনীতির প্রবাদ পুরুষ,তিনি ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনের সদা সর্বদা জ্বলে থাকা এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আলো ছড়ানো জ্যোতিতে অনেকেই সঠিক পথের সন্ধান পান। নিজ দলের জন্য তাঁর সততা,নিষ্ঠা, আর প্রতিদানহীন শ্রম,ভুল বার মত নয়। সু-সময় কি, দুঃসময় সব-সময় নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দুঃসময়ের নিজে অত্যাচার আর নির্যাতনের স্বীকার হলেও কখনও নিজ কর্মীদের অত্যাচারের স্বীকার হতে দেন নি। নিজের স্বার্থের কথা না ভেবে সবসময় ভেবেছেন নিজ দলের কথা। তিনি তৃণমূল থেকে ওঠে আসা এক প্রকৃত পল্লীবন্ধুর সৈনিক। দুরন্তপনা আর দক্ষ রাজনৈতিক জ্ঞান তাকে আজ ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করে দিয়েছে। রাজনীতির পাশাপাশি অন্যান্য সামাজিক, অরাজনৈতিক সংগঠন ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্বের মাধ্যমে জনগণের সেবা করে চলেছেন প্রতিনিয়ত।
জনপ্রিয় নেতা আলহাজ্ব আবু মুসা সরকার বর্তমানে রাজনীতির পাশাপাশি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি, ছোট বাজার তিনতারা ব্যবসায়ী সমিতির সভাপতি ও আন্ত জেলা পণ্য পরিবহণ সমিতির উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক,ব্যবসায়ীক সংগঠনের সাথে জড়িত থেকে ময়মনসিংহের মাটি ও মানুষের জন্য-সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপামর জনগণের পাশে থেকে সংগ্রাম করে চলেছেন অবিরত। তার দক্ষ এবং কর্মীবান্ধব নীতির কারণে তিনি ময়মনসিংহের একজন জনপ্রিয় ব্যাক্তিত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাঁর এই স্বার্থহীন প্রতিদান তাকে বার বার নির্বাচিত করেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে, তাঁর প্রতি জনগণের ভালোবাসার ধারা। একজন সাদা মনের মানুষ হিসেবে তাকে জেলার জাপার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিরা আছেন তাঁর চলার পথের সঙ্গী হয়ে আছেন।