
ষ্টাফ রিপোর্টারঃ
ত্রিশাল উপজেলা আওয়ামী রাজনীতির প্রবাদ পুরুষ প্রবীণ আওয়ামিলীগ নেতা ফজলে রাববী।তিনি ত্রিশালের রাজনৈতিক অঙ্গনের সদা সর্বদা জ্বলে থাকা এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আলো ছড়ানো জ্যোতিতে অনেকেই সঠিক পথের সন্ধান পান। নিজ দলের জন্য তাঁর সততা,নিষ্ঠা, আর প্রতিদানহীন শ্রম ভুল বার মতন নয়। সুঃসময় কি, দুঃসময় সবসময় নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। নিজে অত্যাচার আর নির্যাতনের স্বীকার হলেও কখনও নিজ কর্মীদের অত্যাচারের শিকার হতে দেন নি। নিজের স্বার্থের কথা না ভেবে সবসময় ভেবেছেন নিজ দলের কথা,দলের নেতাকর্মীদের কথা। তিনি তৃণমূল থেকে ওঠে আসা এক প্রকৃত মুজিব সৈনিক। দুরন্তপনা আর দক্ষ রাজনৈতিক জ্ঞান তাকে আজ ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করে দিয়েছে। রাজনীতির পাশাপাশি অন্যান্য সামাজিক অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে ত্রিশালবাসীর সেবা করে চলেছেন প্রতিনিয়ত।
ত্রিশালবাসীর প্রিয়নেতা ফজলে রাব্বী ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক, সাবেক জেলা আওয়ামিলীগের সদস্য হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে, নিজ দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন সততা আর নিষ্ঠার সাথে। ত্রিশালের মাটি ও মানুষের জন্য, সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপামর জনগণের পাশে থেকে সংগ্রাম করে চলেছেন অবিরত। তার দক্ষ এবং কর্মীবান্ধব নীতির কারণে তিনি ত্রিশালের একজন জনপ্রিয় ব্যাক্তিত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাঁর এই স্বার্থহীন প্রতিদান তাকে বার বার নির্বাচিত করেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে, তাঁর প্রতি জনগণের ভালোবাসার ধারা।
একজন সাদা মনের মানুষ হিসেবে তাকে নেতাকর্মীদের ভালোলাগে।
প্রবীণ এই নেতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দল ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত। সে লক্ষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।