Header Image

ত্রিশালে ইহসানুল ইয়াতামা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান।।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় ইয়াতিমদের সহযোগিতা অন্যতম সংগঠন ইহসানুল ইয়াতামা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অসহায় ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি (২য় কিস্তি) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনামোখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৫ই শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১২ টায় পৌর পৌর সভার ধানীখোলা রোড মাইশা এন্টারপ্রাইজে অনুষ্ঠিত  হয়।

সংস্থার সভাপতি এবং বাকৃবির পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এড.মাহবুবুল ইসলাম।

Exif_JPEG_420

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মানবাধিকার চেয়ারম্যান মাহবুব বলেন- ইয়াতিম শিশুদের সহযোগিতায় এগিয়ে আসা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। কেননা এতিমরাও মানুষ। তাদেরও আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন রয়েছে । তাই তাদেরকে আগামী দিনের জন্য যোগ্য কারিগর হয়ে গড়ে তুলতে হলে সমাজের বৃত্তবানদের এগিয়ে আহবান জান তিনি। তিনি ইয়াতিম শিক্ষার্থীদের বলেন- শুধু লেখা পড়া করে ভাল ছাত্র হলেই হবেনা,-তার সাথে ভালো মেধাও অর্জন করতে হবে। সেজন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রতিও মনোনিবেশ করতে হবে”।

Exif_JPEG_420

ইহসানুল ইয়াতামা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক এটিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার বিভাগীয় কমিটির চেয়ারম্যান কাজী বজলুর রহমান বেনু, সহ-সভাপতি এড.মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক এটিএম মাহবুব উল আলম,

সংস্থার কোষাধক্ষ হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক সহ সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!