ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় ইয়াতিমদের সহযোগিতা অন্যতম সংগঠন ইহসানুল ইয়াতামা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অসহায় ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি (২য় কিস্তি) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনামোখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৫ই শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১২ টায় পৌর পৌর সভার ধানীখোলা রোড মাইশা এন্টারপ্রাইজে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি এবং বাকৃবির পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এড.মাহবুবুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মানবাধিকার চেয়ারম্যান মাহবুব বলেন- ইয়াতিম শিশুদের সহযোগিতায় এগিয়ে আসা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। কেননা এতিমরাও মানুষ। তাদেরও আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন রয়েছে । তাই তাদেরকে আগামী দিনের জন্য যোগ্য কারিগর হয়ে গড়ে তুলতে হলে সমাজের বৃত্তবানদের এগিয়ে আহবান জান তিনি। তিনি ইয়াতিম শিক্ষার্থীদের বলেন- শুধু লেখা পড়া করে ভাল ছাত্র হলেই হবেনা,-তার সাথে ভালো মেধাও অর্জন করতে হবে। সেজন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রতিও মনোনিবেশ করতে হবে”।
ইহসানুল ইয়াতামা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক এটিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার বিভাগীয় কমিটির চেয়ারম্যান কাজী বজলুর রহমান বেনু, সহ-সভাপতি এড.মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক এটিএম মাহবুব উল আলম,
সংস্থার কোষাধক্ষ হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক সহ সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।