Header Image

ত্রিশালে ছাত্রলীগের পুণর্মিলনী ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ ও নয়ন মেম্বার।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ত্রিশালে ছাত্রলীগের পুণর্মিলনীকে স্বাগত জানিয়ে অংশ গ্রহেনর একাত্মতা পোষণ করে ফরম জমা দিয়েছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফরিদুল আলম মৃধা ও উপজেলার কাঠাল ইউনিয়নের সাবেক সদস্য ও বর্তমান ইউপি সদস্য মতিউর রহমান নয়ন। মুজিব বর্ষে আওয়ামীলীগকে তরান্বিত করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে ময়মনসিংহ জেলা ছাএলীগ (২০০২-২০০৮)ইং এর পূর্নমিলনী অনুষ্ঠানে যোগদানের লক্ষে ত্রিশালে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঝে রেজিষ্ট্রেশন ফরম বিতরণ চলছে । পুনর্মীলনীতে ত্রিশাল উপজেলা থেকে বিপুল সংখ্যাক সাবেক ছাত্রলীগ নেতাদের অংশ গ্রহনের জন্য উৎসাহিত করে রেজিষ্ট্রেশন কার্যক্রমের ফরম বিতরণ করছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দুঃসময়ের সাবেক রাজপথ যোদ্ধা একেএম মাহবুব আলম পারভেজ।

গত ৩১ জানুয়ারি ফরম বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পুণর্মিলনী উৎসবের জেলা কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হাসান অনু। উদ্ভোধন করার পর থেকে ত্রিশালে প্রায় শতাধিক ফরম বিতরণ করেছেন ত্রিশাল উপজেলার দুঃসময়ের সাবেক ছাত্রলীগ সভাপতি ও পুনর্মিলনী উৎসব উদযাপন কমটির ত্রিশাল উপজেলার আহবায়ক একেএম মাহবুব আলম, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল ।

ত্রিশাল উপজেলায় দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের নিকট থেকে পুণর্মিলনী কে ঘিরে আনন্দঘন পরিবেশে কর্মসূচি কে সফল করতে পরিবেশে ফরম সংগ্রহ করছেন (২০০১ -২০০৮) দলের দুঃসময়ের দায়িত্ব পালনকারী সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফরিদুল আলম মৃধা ও কাঠাল ইউনিয়নের সাবেক সদস্য ও বর্তমান ইউপি সদস্য মতিউর রহমান নয়ন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আহবায়ক একেএম মাহবুব আলম পারভেজের নিকট থেকে পুনর্মিলনীর রেজিষ্টেশন ফরম বুঝে নিয়েছেন। এসময় পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জাহিদুল আলম নাসিমসহ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!