ষ্টাফরিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেছেন-মাদকমুক্ত, উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উন্নত বাংলাদেশের আগামীরশক্তি বর্তমান প্রজন্মদেরকে সু-শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। কারণমুক্ত সমাজ গঠনের মাধ্যমে আগামীতে দেশের সুনামকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে খেলাধুলার বিকল্প নাই।
শুক্রবার তিনি ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে
ত্রিশালের বৈলর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুব সমাজ আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খেলার উদ্ভোধনী বক্তব্যে স্থানীয় যুবসমাজের উদ্দ্যেশে ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধুলায় বাংলার যুব টাইগাররা দেশের সুনাম অর্জনে যে ভূমিকা রেখেছে আগামীতেও এই সুনাম ধরে রাখতে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গ ও আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।