ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি শনিবার সকাল সাড়ে ৯টায় গাজীপুর চৌরাস্তা মোড়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে জয়দেবপুর চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার বিভাগীয় কমিশনারের পাজেরো গাড়িকে প্রচন্ড ধাক্কা দেয়। এতে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের পায়ে প্রচন্ড আঘাত পান এবং শরীরের অন্যান্য স্থানে আঘাত পান। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও কমিশনারেী বডিগার্ড মোঃ আব্দুল বারেক ও ড্রাইভার আহত হয়েছেন।
এদিকে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের পৌছলে কমিশনারের পরিবারের সদস্যসহ কমিশনার অফিসের কর্মকর্তাগণ ছুটে যান হাসপাতালে।
ময়মনসিংহের প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানসহ তার সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।