ষ্টাফ রিপোর্টারঃ
প্রায় দেড় মাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র পদ শূন্য থাকার পর ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার ওই পদে যোগদান করেছেন মো: তরিকুল ইসলাম।
তিনি ভূমি মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন মূলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহে ১০ ফেব্রুয়ারি যোগদান করেন।
গত বছরের ২৯ ডিসেম্বর ত্রিশালের সাবেক সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিনের পদোন্নতি জনিত কারণে বদলী হয়ে অনত্র যাওয়ার পর থেকে টানা দেড় মাস ভূমি সেবা থেকে বঞ্চিত হয় ত্রিশালবাসী। দীর্ঘ সময় ত্রিশালে সহকারী কমিশনার(এসিল্যান্ড)পদে কর্মকর্তা না থাকায় স্থবির হয়ে পরে ভূমি সেবা। নবাগত এই কর্মকর্তার মো: তরিকুল ইসলামের যোগদানে ত্রিশালবাসী উচ্ছ্বসিত।
৩৫ তম বিসিএস ক্যাডারের মো: তরিকুল ইসলাম ত্রিশালে যোগদানের আগে তিনি ময়মনসিংহের এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: তরিকুল ইসলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।