চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বনরেন্জ ১৭ ফেব্রুয়ারি”২০২০ইং সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে পটিয়া উপজেলার কেলিশহর নামক এলাকা হতে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার কাঠসহ মিনি ট্রাক আটক করেছে পটিয়া বনবিভাগ। গাড়ি নাম্বার Ontest– ১১১।
সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি”২০২০ইং সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় সম্মানিত বন কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরী’র নির্দেশে পটিয়া বনরেন্জের সম্মানিত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আমির খসরু,নুরুল আলম, শাহজাহান,হেডম্যান মহি উদ্দিন, মাহাবুব সহ দায়িত্বরত’রা পটিয়া উপজেলার কেলিশহর নামক এলাকায় হতে অভিযান চালিয়ে ইটভাটায় পচার কালে অবৈধ এক লক্ষ টাকার জ্বালানি কাঠ সহ ১টি মিনি ট্রাক গাড়ী আটক করে।
এদিকে পটিয়া রেন্জের সম্মানিত বনরেন্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-২৭/২০১৯-২০।আর এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।