
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নে সমাজসেবামোলক প্রতিষ্ঠান বন্ধন সমবায় সমিতি লিমিটেড রেজিঃনং১৭১(১৯-১০-২০১৫)এর আয়োজনে ৮ম সাধারণ সভা স্থানীয় কালীর বাজার সংগঠন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এফ এইচ এর সার্বিক সহযোগিতায় ১৯শে ফেব্রুয়ারী সকাল-১০ঘটিকায় আয়োজিত উক্ত সাধারণ সভায় সংগঠনের সভাপতি মতিউর নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্ভোধন করেন ত্রিশাল উপজেলা আওয়ামিলীগের প্রবীন রাজনীতিবিদ ফজলে রাব্বী।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী প্রধান অতিথি হিসাবে থাকার কথা থাকলেও সমস্যাজনিত কারণে তিনি উপস্থিত হতে না পাড়ায় তার পক্ষ থেকে প্রধান অতিথির প্রতিনিধি হিসাবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামিলীগের সদস্য ইকবাল হোসেন ।
এফ এইচ কানিহারী এরিয়ার সিবিও লিডার সুমা রাণী বর্মন,নিয়তি রানী দাস, ঝর্ণা সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন-কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।
সভায অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কালীর বাজার বণিক সমতির সাবেক সভাপতি আবুল হোসেন,কালীর বাজার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান নয়ন, মিয়া,আওয়ামিলীগ নেতা শওকত আলী, এপ এইচ এসোসিয়েশন কানিহারী এরিয়ার ম্যানেজার জিল্লুর রহমান, বইলর জাগ্রত উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল কিবরিয়া সোহাগ,ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সুরুজ,ভারপ্রাপ্ত রিজেনাল ম্যানেজার ফারুক আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জান মিন্টু, স্থানীয় তরুণ সমাজ সেবক রাশেদুল ইসলাম ছোট্র প্রমুখ। অনুষ্টানে চলতি ২০২০সালে সদস্যদের ঋণ দেওয়ার লক্ষে দেড় কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সমিতির সভাপতি মতিউর রহমান নয়নের নেতৃত্বে গত ২০১৫ সাল থেকে এই বন্ধন সমবায় সমিতি সাধারণ গরীব-অসহায় দের সার্বিক সহযোগিতায় উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বন্ধন সমিতির বিভিন্ন দলনেতাদের মাঝে পুরস্কার বিতরণ সহ স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।।