নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে
২১শে ফেব্রুয়ারী সকাল ৭.৩০টায় ১১নং কালীবাড়ী রোডস্থ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে দলীয় পতাকা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৮টায় ময়মনসিংহ জিরো পয়েন্ট মোড়ে জমায়েত, দলীয় ব্যাজ ও কালো ব্যাজ ধারন করা হবে। পরে সকাল ৮.৩০টায় জিরো পয়েন্ট থেকে জেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের অংশ গ্রহনে প্রভাতফেরি এবং টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন।
উক্ত কর্মসুচীতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল কর্মসুচী সম্পন্ন করতে যথাসময়ে অংশ গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো: জহিরুল হক খোকার ও সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল।
জেলা আওয়ামী-লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল বিষটি নিশ্চিত করেছেন।