আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে ১৯শে ফেব্রুয়ারী-২০২০খ্রিঃ সকাল ১১.০০ টায় হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক’ প্রচার কার্যক্রমের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় রাজনৈতিক,সামাজিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে- ময়মনসিংহের সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০ (দশ) টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন ঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয়গুলো বিষয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করেন ও সকলকে সচেতন থাকার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় জনপ্রতিনিধি,
শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের দর্শক/শ্রোতা উপস্থিত ছিলেন।