Header Image

একুশের শহীদদের আত্মবলিদান বাঙালি জাতিকে প্রতিবাদের সাহস জুগিয়েছে।

 

ময়মনসিংহ সূর-৪আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, একুশে ফেব্রুয়ারি শুধু ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত দিন নয়, দেশের স্বাধীনতারও বীজ রোপিত হওয়ার দিন। বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এই দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়, জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিন।

বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে এসব কথা বলেন ।

রওশন বলেন, একুশের শহীদদের আত্মবলিদান বাঙালিকে প্রতিরোধ গড়ে তোলার সাহস জুগিয়েছে। এ সাহসই ছিল ১৯৭১ পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা। বাংলাভাষী জনগণের জাতি রাষ্ট্র বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই প্রেরণাকে বুকে লালন করতে হবে। সর্বস্তরে বাংলাভাষা প্রতিষ্ঠার দায় পূরণেও উদ্যোগী হতে হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের হার না মানা চেতনাকে সঙ্গী করে দেশ গঠনে ব্রতী হলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব। একটি সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় এ অপরাজেয় চেতনা হোক আমাদের নিত্যসঙ্গী।

এ মহান ত্যাগের দিনে বিরোধীদলীয় নেতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সব শহীদের পবিত্র স্মৃতির প্রতি এবং একই সঙ্গে সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!