চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন সাতকানিয়া মাদার্শা বনরেন্জ ২১ ফেব্রুয়ারি”২০২০ইং শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে সাতকানিয়া উপজেলার দেওদিঘী নামক এলাকা হতে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকার চোরাইকৃত গর্জন কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে সাতকানিয়া মাদার্শা বনবিভাগ। গাড়ি নাম্বার চট্টমেট্রো–ড,১১- ০৯৭০।
সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি”২০২০ইং শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় সম্মানিত বন কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরী’র নির্দেশে সাতকানিয়া মাদার্শা বনরেন্জের সম্মানিত বনরেন্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসেন এর নেতৃত্বে সাতকানিয়া উপজেলার দেওদিঘী নামক এলাকা হতে অভিযান চালিয়ে চোরাইকৃত অবৈধ দুই লক্ষ টাকার গর্জন কাঠ সহ ১টি ট্রাক গাড়ী আটক করে।
এবিষয়ে সাতকানিয়া মাদার্শা বনরেন্জের সম্মানিত বনরেন্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০১/২০১৯-২০। আর এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।