Header Image

পটিয়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ ১ সেনাসদস্য আটক

চট্টগ্রামের পটিয়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক সেনাসদস্য ও গাড়ির চালককে আটক করা হয়।শুক্রবার চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রুপল বাইপাস সংলগ্ন এলাকা থেকে একটি কার আটক করে। আটক এসএম ইব্রাহিম হোসেন (৩৩) বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট। তিনি ঢাকা মিরপুর ন্যাশনাল ডিপেন্স কলেজের কমান্ডেন্টের ব্যাক্তিগত সহকারি (পিএ) হিসেবে কর্মরত আছেন।

ইব্রাহিম হোসেন গোপালগঞ্জ জেলার মধুসপুর উপজেলার গোবিন্দরবিল গ্রামের মোঃ ইমান উদ্দীনের ছেলে। এই বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ বুরহান উদ্দীন বলেন কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারকে ইন্দ্রপুল৷ এলাকায় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ আটকায়।
গাড়ির চালককে জিজ্ঞাসা করলে বলে সার্জেন্ট স্যারকে নিয়ে আসতেছি কক্সবাজার থেকে,পরে গাড়িতে বসে থাকা ব্যাক্তি নিজেকে সার্জেন্ট হিসেবে পরিচয় দেন। এরপর তারা গাড়ি তল্লাশি করে এই এই ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের থানায় রাখা হয়েছে উর্দ্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!