by SF News

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় শুক্রবার (২১ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলা পরিষদ চত্তরে ভাষা সৈনিক মোস্তফা এম. এ মতিন স্মৃতি পরিষদের আয়োজনে ৭দিন ব্যাপী মোস্তফা এম এ মতিন বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ (সাবেক) চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ূম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,জেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম রকিব, মহিলা ভাইস চেয়ারম্যান ড.শেলিনা রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহকারী কমান্ডার অধ্যাপক মতিউর রহমান খান, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আ.খ.ম রফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ জলিল, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান তালুকদার, জেসমিন নাহার রানী, শাহ আলম তরফদার সহ আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
আলোচনা শেষে অতিথি বৃন্দ স্টল পরির্দশ করেন ।
Post Views:
৬০৭