Header Image

ভাষা আন্দোলনের প্রচারে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মহান ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা সিনিয়র তথ্য অফিসার আল ফয়সালের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বরে ২১শে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় এই চলচিত্র প্রদর্শন করা হয়। উক্ত প্রদর্শনীর মাধ্যমে হাজার-হাজার দর্শক ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে অবগত হন। এতে ময়মনসিংহের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা তথ্য অফিস, ময়মনসিংহের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা বিভিন্ন স্থানে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাযা দিবসের প্রচার পোস্টার স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!