
স্টাফ রিপোর্টার :
গর্জে উঠো সত্যের সন্ধানে এই শ্লোগানকে সামনে রেখে মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় অলকা নদী বাংলার ৪র্থ তলায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনের সভাপতি শিবলী সাদিক খান, সাধারণ সম্পাদক একে আজাদ কালাম নির্বাচিত হয়েছে। উক্ত সভায় আগামী ১ মাসের মধ্যে সাধারণ সভা করে পূর্ণাঙ্গ কমিটি সহ ঘোষণা ও গঠনতন্ত্র অনুমোদন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। নব গঠিত সংগঠনের উপস্থিত থেকে আলোচনা করেন মাহমুদুল হাসান রতন, সুলতান মাহমুদ, আবু জর গিফারী জাফর, আকিকুন ইসলাম, জাহাঙ্গীর আকন্দ, আশরাফুজ্জামান, আশিকুর রহমান মিঠু, হুমায়ুন কবীর, আব্দুল কাদের, ইবনে হোসেন শিমুল, রাজু আহমেদ জোজো, নিহার রঞ্জন বধু, তাসকিন আক্তার খুশী, শামছুন্নাহার, জাহিদ জুবায়ের, এড. আজহারুল ইসলাম টিটু প্রমুখ।