ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উদ্যোগে নগরীতে বিভিন্ন নির্মাণ কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে আরসিসি ঢালাই রাস্তা ও আরসিসি পাইপ ড্রেন নির্মান কাজ উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামূল হক টিটু।
২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে নগরীর জিলাস্কুল মোড় হইতে সুন্দর মহল পর্যন্ত (পন্ডিতপাড়া) সড়কের আরসিসি দ্বারা নির্মানকাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মসিকের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন, মহিলা কাউন্সিলর হামিদা পারভীন, মসিক প্রকৌশলী মোঃ জহিরুল হক, হিসাব রন কর্মকর্তা অসীম কুমার সাহা, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আজাহারুল হক, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ জসিম উদ্দিন, সংশ্লিষ্ট ঠিকাদার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নতুন বাজার রামবাবু রোড হতে বাগান বাড়ী কাউছার এর বাড়ী পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন ও আরসিসি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামূল হক টিটু। পরে সিটি কর্পোরেশনের জননন্দিত উন্নয়নের রুপকার মেয়র মোঃ ইকরামুল হক টিটু গুলকিবাড়ী কবরস্থানের ভিতরের নির্মানাধীন রাস্তার কাজ এবং কাওয়ালী পাড়ার রাস্তার কাজ পরিদর্শন করেন। এছাড়াও মেয়র এলাকাবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জানান আগামী বৎসরের মধ্যেই নগরীর সকল কবরস্থানের উন্নয়ন করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেয়র টিটু আরোও জানান,খুব শীর্ঘ্রই নগরীর বিভিন্ন ওয়াডের বিভিন্ন রাস্তা নির্মানেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে করে, নগরীর রাস্তাঘাটর আরোও ব্যাপক উন্নয়ন করা হবে। মেয়র,”পরিচ্ছন ও সুন্দর নগরী-ময়মনসিংহ” গড়তে সর্বস্তরের জনসাধারনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।