
“এসো সবাই মিলে একটি নতুন মডেল ইউনিয়ন গড়ি” এই ¯েøাগানকে সামনে
রেখে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে কলাবাড়িয়া ইউনিয়ন একতা
কল্যান যুব সংগঠন নামে একটি সংগঠন এক ব্যাতিক্রমী উদ্দোগ গ্রহন করেছে।
শনিবার বিকালে সংগঠনের নেতা কর্মীরা কলাবাড়িয়া গ্রামে দীর্ঘ দিন যাবত ঘটে
যাওয়া আধিপত্য বিস্তার নিয়ে এলাকার মানুষের মধ্যে মারামারি, হামলা, মামলায় লিপ্ত
রয়েছে। নানা সমস্যায় জর্জরিত হয়ে ঐতিহ্যবাহী গ্রামটি আজ ধংসের দ্বার প্রান্তে।
অন্ধকার হয়ে আছে গ্রামটি, সেই সাথে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ওই নোংড়া
রাজনীতির শিকার হচ্ছে প্রতিনিয়ত।
ওই সকল নোংরা রাজনীতি বন্ধ সহ এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বিভিন্ন ভাল
দিক তুলে ধরে লিফলেট বিতরন করেছে ওই সংগঠনটি। তারা কলাবাড়িয়া ইউনিয়নের
প্রতিটি ওয়ার্ডে ওই লিফলেট বিতরন করেন। এলাকার শান্তি বজায় রাখার জন্য সকলের
প্রতি আহ্Ÿান জানায় ওই লিফলেটের মাধ্যমে। এ ছাড়াও দাঙ্গা, হাঙ্গামা, হামলা, মামলার
বিভিন্ন খারাপ দিক তুলে ধরা হয় ওই লিফলেট এর মাধ্যমে।
ওই লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা লেজার ফকির, মোস্তাক
শেখ, টিটু কাজী, ষ্টান্ডিং কমিটির সদস্য ডা: এস এম হেলাল আহম্মেদ লিটন, মো:
জান্নাত শিকদার, মো: মনি, মুক্ত মোল্যা, মো: তরিকুল ইসলাম প্রমুখ।