দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় পুর্বপাড়া একটি
নতুন বাড়ি খনন করার সময় একটি গ্রেনেড মাইন উদ্ধার করেছে পুলিশ।
বোয়ালদাড় গ্রামের উদ্ধার করা গ্রেনেড মাইন মুক্তিযুদ্ধের সময়
পাকিস্থানী হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা করছে
পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক আকন্দ
জানান, রবিবার বৈকালে তারা সেখানে নতুন বাড়ি মাটি খুড়তে
গেলে ধাতব কিছু বস্তু পায়। এ সময় স্থানীয় জনতা বোমা
সদৃশ্য বস্তুগুলো দেখে থানায় খবর দেয়। পরে বৈকাল ৫টার দিকে
সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।