ষ্টাফ রিপোর্টারঃ
নারায়নগঞ্জ জেলার সোনার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে ব্যতিক্রমী আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির।
ওসির এই ভিন্নমুখী ও ব্যতিক্রমী আয়োজনে অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়নে সাধারন মানুষের প্রশংসা কুড়ানোসহ আলোচনার দাবীদার হয়ে উঠেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির। থানায় আগতদের অপ্যায়নের জন্য টেবিলের উপরেই রেখে দেওয়া হয়েছে এসব চকলেট। যেকোনো প্রয়োজনে থানায় আসা প্রত্যেক মানুষ আপ্যায়ন হিসাবে পাচ্ছেন এই চকলেট।
পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়নে খুশী সুবিধাভোগীরা। ভবিষ্যতেও যেন এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশা এলাকাবাসীর।
থানায় আসা এক সেবা গ্রহনকারী আবু নাইম বলেন, আমার দোকানে চুরির ঘটনায় কিছুদিন আগে থানায় গিয়েছিলাম। টাকা-পয়সা ছাড়াই মামলা করেছি। আর উপহার হিসেবে পেয়েছি চকলেট। ওসি সাহেবের এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।
সোনারগাঁ থানার এসআই আসিক ইমরান জানান, মনিরুজ্জামান স্যার নতুন ওসি হিসাবে সোনারগাঁ থানায় যোগদান করার পর থেকেই থানায় আসা মানুষের চকলেট দিয়ে আপ্যায়নের নিয়ম চালু করেছেন। তাই থানায় এরকম ব্যবহার ও আপ্যায়ন পেয়ে সেবা গ্রহনকারীরাও খুশি। এছাড়া তিনি প্রতিটি মানুষের সাথে খারাপ ব্যবহার না করার জন্যও সবাইকে সতর্ক করেছেন।
ওসি মনিরুজ্জামান মনির বলেন, থানায় যারা আশে তারা কেউ শখ করে ঘুরতে আসে না। মানুষ বিপদে পড়লেই থানায় আসে। পুলিশ জনগণের বন্ধু,থানাকে জনগণের আস্থা ও বিশ্বাসের স্থান জনকল্যাণ মুখী হিসাবে গড়ার লক্ষে সেবা প্রদানের পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করেছি। কারণ,থানায় আগত সবাইকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করা সম্ভব হয় না।
তার এমন উদ্যোগ যেকোন মানুষকে নির্ভয়ে থানায় আসার আগ্রহ জোগাবে বলে মনে করেন স্থানীয় গন্যমান্যরা। তবে এলাকাবাসী পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়ন যেন আগামীতেও অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশাই করেন ।