চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত ২৫শে ফেব্রুয়ারি”২০২০ইং মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আধুনগর বাজারস্থ ফার্নিচার মার্কেটের (তার) দোকান থেকে থানার পুলিশ তল্লাশী চালিয়ে কোমর থেকে ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম হচ্ছে মুহাম্মদ সালেহ আহমদ (৪২)। সে আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত আজিজুল হকের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গত ২৫শে ফেব্রুয়ারি”২০২০ইং মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এএসআই মুহাম্মদ আবদুল হালিম ও এএসআই মুহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশি টিম আধুনগর ফার্নিচার মার্কেটের তার দোকানে তল্লাশী চালিয়ে কোমর থেকে ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ী আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ বলেন, মো: ছালেহ আহমদ একজন খুচরা ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী।
সে আধুনগর বাজারে ফার্নিচারের দোকান করে।তার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করত। আমাদের থানা পুলিশের একটি টিম ফার্নিচারের দোকানে গিয়ে তার শরীর তল্লাশী চালিয়ে তার কোমর থেকে ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তাকে আটক করে থানার হেফজতে নিয়ে আসে।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।