Header Image

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গৌরীপুরে দুই দিনে সেতু নির্মান।প্রতিমন্ত্রীর পরিদর্শন।। জনতার মুখে হাসি।।

 

আরিফ রববানীঃ

জনগণের সমস্যার দ্রুত সমাধান আর উন্নয়নে বিশ্বাসী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ময়মনসিংহের গৌরীপুর বাসীকে তাই দেখিয়ে দিয়েছেন তিনি। জনগণের সমস্যার কথা শুনে মাত্র দিনে সেতু নির্মাণ করে দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ময়মনসিংহের গৌরীপুরে লন্ডলী খালের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতুর সংযোগ সড়ক মাত্র দু’দিনে নির্মাণ করা হয়েছে। বহুল আলোচিত এই সেতুর জন্য উপজেলার বায়রাউড়া, পাছারকান্দা, কোনাপাড়া, দারিয়াপুর, অচিন্তপুর, বীরপুর এই ছয় গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচটায় বৃষ্টি উপক্ষো করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি গৌরীপুরে এ সংযোগ সড়ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘লন্ডনী খালের ওপর সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কাজে আসছেনা’ এ শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি আমাকে নির্দেশ দেন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের জন্য।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেন না। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দ্রুত ব্রীজের সংযোগ সড়ক সম্পন্ন করায় এসময় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর শুনে মাত্র দু’দিনেই এ ব্রীজের প্রায় ৪শ ফুট সংযোগ সড়কটি তড়িগড়ি করে ভেকু দিয়ে মাটি কেটে সম্পন্ন করেছেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্তৃপক্ষ।

স্থানীয় লোকজন জানান, প্রায় দেড় বছর পূর্বে লন্ডনী খালের ওপর সেতু নির্মাণের পর গ্রামবাসীরা অনেক আনন্দিত হয়েছিলো। কিন্তু দেড় বছরেও সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় গ্রামবাসীর সেই আনন্দ হারিয়ে গেছে। এতে বায়রাউড়া, পাছারকান্দা, কোনাপাড়া, দারিয়াপুর, অচিন্তপুর, বীরপুর এই ছয় গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হচ্ছিল। অবশেষে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭/১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২নং গৌরীপুর ইউনিয়নের বায়রাউড়া গ্রামে লন্ডনী খালের ওপর ৩২ ফুট দীর্ঘ্য পাকা সেতুটি নির্মিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান নান্দাইলের মের্সাস নিলয় এন্টারপ্রাইজ। ফলে খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু বলেন, কাবিটা প্রকল্পের বরাদ্দে লন্ডনী খালের সেতুর সংযোগ সড়ক দ্রুত সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রায় দেড় বছর আগে সেতু নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কের রাস্তা জায়গা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছিল। এ নিয়ে মামলা হয়েছিল। পরবর্তীতে মামলা প্রত্যাহার করা হলে এলাকাবাসী সাথে রাস্তার জায়গা নিয়ে জটিলতার সমস্যা সমাধন হয়। এ কারনে এ সেতুর সংযোগ সড়কটি যথাসময়ে নির্মাণ করা সম্ভব হয়নি।

মঙ্গলবার লন্ডনী খালের ওপর সেতুর সংযোগ সড়ক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপির সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি , ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসীন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, সহকারী একান্ড সচিব ডাঃ শামীম আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ইউএনও সেঁজুতি ধর, জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসার আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, ইউপি মেম্বার এখলাছ উদ্দিন নয়ন, আজমল হোসেনসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!