Header Image

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন।

 

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ১৫ দফা দাবিতে আন্দোলন নেমেছে কলেজটির শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ঢাকা বাইপাস মহাসড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ২০০৭ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে রয়েছে,আবাসন সংকট, নিজস্ব পরিবহন সংকট,নেই কোন মেডিক্যাল টিম,পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট।এছাড়াও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় পরীক্ষার ফলাফল দিতে দেরি হয়। ফলে সেশন জটে পড়তে হয় তাদের।এসব সমস্যা সমাধানে কলেজটিকে দ্রুত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি শিক্ষার্থীদের।

পরে শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলার উর্ধতন কর্তৃপক্ষের নিকট উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সুপারিশের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রসাশক সমর কান্তি বসাক তাদের দাবি সরকারের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!