Header Image

 ৯টি শিশু সদন ও এতিমখানায় শীত কম্বল বিতরণ করেছেন নারীনেত্রী ফাতেমা পারুল

 

বান্দরবানের লামা উপজেলায় এতিমখানা ও ৯টি শিশু সদনে জেলা পরিষদের পক্ষথেকে ৭৫০টি শীত কম্বল বিতরণ করেছেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিল আওয়ামীলীগের সভাপতি নারীনেত্রী মিসেস ফাতেমা পারুল। মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জি আর খাতের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ শীতার্ত মানুষের মাঝে এইসব শীত কম্বল বিতরণ করে।

২৬ ফেব্রুয়ারী”২০২০ইং বুধবার বেলা সাড়ে ১২টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস ফাতেমা পারুল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তাই পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নির্দেশনায় আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছি। এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বিজয় কান্তি আইচ, রূপসি পাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ছাচিং প্রু মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ তাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দু’রা উপস্থিত ছিলেন।

যে প্রতিষ্ঠান গুলোতে কম্বল বিতরণ করা হয়েছে সে গুলো হল, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিজনগর ৮০টি, মহামুনি শিশু সদন লামা পৌরসভা ৮০টি, মধুঝিরি নুরানী একাডেমী ও এতিমখানা ৫০টি, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লামা সদর ইউপি ৮০টি, মেরাখোলা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা লামা সদর ইউপি ৮০টি, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম ফাঁসিয়াখালী ১৯০টি, সূর্য আলো শিশু সদন রুপসীপাড়া ৯০টি, রুংলন থারবা ছাত্রাবাস রুপসীপাড়া ৫০টি এবং ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদন ৫০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!