
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বর্তমান সরকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ও মুজিব বর্ষ উপলক্ষে ত্রিশাল উপজেলাধীন কানিহারি ইউনিয়নের বড়মা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন মাদানি দেশের বাইরে থাকায় তার প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়ে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয়ের ৪তলা এই নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সকল অভিভাবক,শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে ফজলে রাববী বলেন- আমাদের সংসদ সদস্য,ত্রিশালের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, আলহাজ্ব রুল আমিন মাদানি কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি নির্বাচনের পুর্বে যেখানে যা কথা কথা দিয়েছেন তার সব প্রতিশ্রুতি আমাদের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার অন্তর্গত উন্নত ত্রিশাল উপজেলা গড়তে কাজ করছেন। তিনি সকল উন্নয়ন কর্মকান্ড সঠিক বাস্তবায়নে এমপি মাদানীর সু-স্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।